নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা যুবলীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এসএস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কমার সাহা ও আলহাজ সরকারের আহ্ববানে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্ববায়ক রাশেদ ইউসুফ জুয়েল।
জেলা আওয়ামী যুবলীগের আহ্ববায়ক রাশেদ ইউসুফ জুয়েল জানান, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখাকে গতিশীল শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ জরুরী বর্ধিত সভার আয়োজন করা হয়।
জরুরী বর্ধিত সভায় জেলা আওয়ামী যুবলীগের আহ্ববায়ক কমিটির সদস্য সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, কাউন্সিলর ফাহিম মোল্লা, আরাফাত রহমান হীরক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।