নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৩০টি হারিয়ে যাওয়া স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. সামিউল আলম।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করে। আজ রাতে ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় হারানো ফোন ফিরে পেয়ে সন্তুোষ প্রকাশ করেন এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।