সাইদুল ইসলাম আবির:
সিরাজগঞ্জের রায়গঞ্জে এগ্রোবেইজড সোসিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিসেস এর আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ হয়েছে।
বরিবার সকাল ১১টায় দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এ্যাসেডস এর চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।
বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নলকা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, নলকা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সহ আরো অনেকে।
আলোচনা সভাশেষে দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শত শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।