শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

কাজিপুর থানা পুলিশের অভিযানে ৫টি মোটরসাইকেল উদ্ধার

রিপোর্টারের নাম / ৩১৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫টি মালিকানাবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।


সোমবার ৩১জুলাই কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,

থানা পুলিশ টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ টি মোটরসাইকেল উদ্ধার করেছে। গত ২৭, ২৮, ও ২৯ জুলাই অভিযান চালিয়ে মোটরসাইকেল গুলো উদ্ধার করা গেলেও কেউ গ্ৰেফতার হয়নি।

কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) তিনি আরও জানান, অভিযান চালিয়ে গত ১ মাসে ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ৮ জনকে গ্রেফতার করে নিয়োমিত মামলা দায়ের করা হয়েছে, এ ধারাবাহিকতায় গত ২৭, ২৮, ও ২৯ জুলাই উপজেলার মেঘাই ঘাট এলাকা থেকে অ্যপাচি আর টি আর ১৬০ সিসি, পৌর এলাকার বেড়িপোটল গ্ৰামের রাস্তা মোড় থেকে পালসার ১৫০ সিসি, আলমপুর কবর স্থান মোড় থেকে পালসার ব্লু ১৫০ সিসি, সোনামুখী ইউনিয়নের রসিকপুর গ্ৰামের রাস্তার মোড় থেকে ডিসকভার ১২৫ সিসি এবং চরাঞ্চলের তেকানি ইউনিয়নের কিনারবের গ্ৰাম থেকে হাঙ্গ মোটরসাইকেল মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং সাধারণ ডায়রিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মালিকগণ বাইক ফেরত পেতে পারে। চোর চক্রের সদস্যদের গ্ৰেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, গত ৩০ জুলাই কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে ১টি পালসার মোটরসাইকেল চুরি গেলেও হদিস মেলেনি। থানা পুলিশ টিম উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir