নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচিতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
সোমবার থানা পযায়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বেলকুচি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপের ফাইনাল খেলায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ধুকুরিয়াবেড়া প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-২গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা কাপে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ধুলদিয়ার নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এসময় বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ইউএনও আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।