শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকনের জন্মদিন পালন ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, চিন্তায় জেলেরা ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ পরিবারে কেউ নেই’ শেষ মুহূর্তে ইলিশ কিনতে ক্রেতাদের লাইন, কেজি ২৭০০ টাকা বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত, ফেসবুকে জানালেন সারজিস পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ! রোপা আমনের পাতায় উঁকি দিচ্ছে স্বপ্ন; খানসামায় পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী সারিয়াকান্দিতে পূজা মন্ডপে শাহাজাদী আলম লিপির আর্থিক সহায়তা প্রদান

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলবে আজ থেকে

রিপোর্টারের নাম / ২৮০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন সার্ভিস। প্রতিদিন চার জোড়া ট্রেন দিয়ে এই সার্ভিস চলবে। সারাদিন আটটি ট্রেন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করবে বলে রেলওয়ে সূত্র জানায়। রেলওয়ে ঢাকা বিভাগের বাণিজ্য কর্মকর্তা শাহআলম শিশির বলেন, রেলমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন সার্ভিস চালু হবে। এই রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে। আগের নিয়মে ট্রেনগুলো চলাচল করবে।

এর আগে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজের কারণে গত বছরের চার ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কাজ শেষে চার মাসের মধ্যে ট্রেন চালুর ঘোষণা দেওয়া হলেও সাত মাসেও রেলপথটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা স্টেশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এ সময় নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চালুর ঘোষণা দেন রেলমন্ত্রী।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, অবশেষে সাত মাস পর আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হচ্ছে। এতে এ রেলপথে চলাচলরত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে ট্রেন চলাচল শুরু হবে এটা নিশ্চিত। তবে এ বিষয়ে এখনো কোনো সিডিউল পাইনি। সিডিউল পেলেই বিস্তারিত জানাতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir