নিজস্ব প্রতিবেদক, রংপুর :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে রংপুরে আর মঙ্গা আসে নাই। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। সেটা প্রমাণ করেছি। কৃষকের আর সারের জন্য আন্দোলন করতে হয় না। অথচ খালেদা জিয়া সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছিল।
আজ বুধবার রংপুর জেলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রাধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসেই মানুষের উন্নয়ন করার জন্য। মানুষের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।