নিজস্ব প্রতিবেদক:
তৃণমুল আওয়ামীলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে হাটপাচিল বাজারে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম।
জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল জব্বার, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, যুগ্মসম্পাদক এবিএম শামীম হক, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ ও জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।