মিলন মাহমুদ, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
” আওয়ামীলীগ সরকারের সাংসদ মমতাজ বেগম সিংগাইরের ব্যাপক উন্নয়ন করেছেন। আপনারা নৌকা মার্কার সাথে থাকবেন। কারণ, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে নৌকা মার্কা দিয়ে, এদেশের ভাগ্য উন্নয়নও হয় নৌকা মার্কা দিয়ে।” সিংগাইর পৌরসভার হাট ও কাঁচা বাজারে বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধনকালে পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার এসব কথা বলেন।
বুধবার(২ আগস্ট) দুপুরে সিংগাইর কাঁচা বাজারে ফিতা কেটে এ.ডি.পি প্রকল্পের আওতায় রাস্তার মাটি ভরাট, ব্লক সলিং, ইটের সলিং, আরসিসি ঢালাই ও টিউবওয়েল বসানোসহ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
হাট বাজারের জমিদাতা মোঃ আলী আকবরের সভাপতিত্বে ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
এসময় পৌর সচিব ইরানী আক্তার, পৌরসভার প্রকৌশলী নজরুল ইসলাম, ঠিকাদার আবুল কালাম, আওয়ামীলীগ নেতা মোঃ আলমাছ, মোঃ মারুফ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুনসহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।