নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলার এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদরাসা চত্বরে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম প্রিন্স।
সেচ্ছাসেবী এই সংগঠনটির উদ্যোগে মানবিক কর্মকান্ড পরিচালনা সহ এলাকার উন্নয়নে বিশেষ ভুমিকার অংশ হিসেবে এই ক্যাম্পে দিনভর চলবে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়।
এসময় এনায়েতপুর থানার পুলিশ উপ-পরিদর্শক রইজ উদ্দিন, মাদরাসার শিক্ষক মজিবর রহমান ও হাফিজুল ইসলাম, সংঘের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল মাহাদি সিনতা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ সহ যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।