শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার পলাতক আসামি সুজন গ্রেফতার

রিপোর্টারের নাম / ৫৪৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পাবনার ফরিদপুর থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার আসামি ও সুজন বাহিনীর প্রধান সুজন খাকে গ্রেফতার করেছে র‌্যাব- ১২ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১২ প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম।

মো: মারুফ হোসেন পিপিএম বলেন, পাবনার ফরিদপুর অনিল কুমার সাহা অরফে কার্তিকসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার সুজন খা তার নিজস্ব বাহিনী নিয়ে হত্যা, ঐ এলাকায় মাছের ঘের থেকে চাদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে ছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা তটস্থ ছিল। এ অবস্থায় বুধবার বিকেলে মঙ্গলগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ সবুজ খাকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir