বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে মওলানা ভাসানী মিলনায়তন চত্ত¡রে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি আজিজু রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রাকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, যুবদল সভাপতি মির্জা বাবু প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সুনামধন্য চিকিসক ডা. জোবাইদরা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায় দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। বাংলাদেশের জনগন এ রায় মানে না। তিনি বলেন, বিএনপি রাজপথের দল। বিএনপিবিহীন দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন দিতে হবে।
টিপিএন২৪/ আর এইচ এইচ