নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকান উচ্চ বিদ্যালয় শেখ রাসেল স্কুল অব ফিউচার এর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তার নগদ টাকা বিতরণ করা হয়।
পাইকান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল হক মন্ডলের উপস্থিতিতে সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট (PBGIS) স্কিমের, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতায় ১৫ জন গরীব মেধাবী শিক্ষার্থী এবং ৬ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, সহকারী প্রধান শিক্ষক একরামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বলেন, গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। আমাদের স্কুলে স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরী এবং ছাত্রীদের জন্য আধুনিক ওয়াশরুম রয়েছে। শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে আমাদের শিক্ষকরাও আন্তরিক। অনেক শিক্ষার্থী আছে যারা মেধাবী কিন্তু আর্থিক টানাপোড়ন রয়েছে তাদের জন্য এই আর্থিক সহায়তা অনেক কাজে আসবে। তারা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারবে।
উল্লেখ্য, পাইকান উচ্চ বিদ্যালয় গণিত ও বিজ্ঞান মেলা, বঙ্গবন্ধু কর্নার, বিতর্ক ও ক্রীড়ায় বিশেষ পারফরম্যান্স স্থানীয় সাংসদ, জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসলে বিদ্যালয়টি স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাইকান উচ্চ বিদ্যালয়কে শেখ রাসেল স্কুল অব ফিউচার এর সকল সুবিধার আওতাভুক্ত করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)