মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ্য পুত্র বাংলাদেশ আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ, দৃপ্ত তারুণ্যের প্রতিক বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর৭৪ তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধাগন,কাজিপুর থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি অফিসসহ অন্যান্য দপ্তর ।উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ শেষে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে শেখ কামাল এর স্মৃতি চারণ করেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
,সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত,উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা মহিলা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল শিক্ষা অফিসার শামীম আরা,মহিলা বিষয় কর্মকর্তা চিত্রা রানী সাহা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগন,সুশীল সমাজের এক অংশ, শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্যব্যক্তি।
বক্তরা বলেন, শেখ কামাল বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। শেখ কামাল বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা।
ক্রীড়া সংগঠক হিসেবে শেখ কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রবল উৎসাহী ছিলেন। তিনি উপমহাদেশের গুরুত্বপূর্ণ ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।উল্লেখ যে শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল রাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন।এদিকে উপজেলা যুবলীগের উদ্যোগে এদিবসটি যথাযথ মর্যাদায় পালন করে। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পদক আলী আসলাম,কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু সহ উপজেলা আঃলীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।