সিলেট প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৫ আগস্ট ২৩) বিকালে নগরীর পুরান লেনস্থ ৫৩নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট চিত্রগ্রাহক আতাউর রহমান আতা। বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ থানা আওয়ামীলীগের সভাপতি এম উস্তার আলী।
ফোরামের সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম জহুরুল ইসলাম, সহ সভাপতি হোসাইন কবির, যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সদস্য গুলজার হোসেন নেছার, নুরুল আমিন খান, জয়দীপ চক্রবর্তী, মোঃ ঈশা তালুকদার, জালালাবাদ থানা আওয়ামীলীগ নেতা মোঃ মোবারক হোসেন, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হালিম রানা, সিলেট সংবাদপত্র হকার সমিতির সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী এসএম তাহমিদ আল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাতে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাও. ঈশা তালুকদার। মোনাজাত শেষে শিন্নি বিতরণ করা হয়।