আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমিহীন ও গৃহহীন পরিবার পুর্ণবাসনের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আগামী ৯ আগস্ট সারা দেশের ন্যায় বেলকুচি উপজেলায় মোট ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক করে জমির দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে। ২য় ধাপের জমি ও গৃহ প্রদান কার্যক্রের উদ্বোধন উপলক্ষে সোমবার সকালে এই নিয়ে উপজেলা পরিষদের সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া বলেন,৪র্থ পর্যায়ের ২য় ধাপে এ উপজেলায় আরও ২২টি গৃহ আগামী ৯আগষ্ট সকাল ৯.৩০মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালী শুভ উদ্বোধন করবেন।তিনি আরও বলেন এ উপজেলায় তালিকা অনুযায়ী মোট ভুমিহীন গৃহহীন পরিবারের সংখ্যা ২১৯ টি যার মধ্যে ১৫২টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে, আরও ৬৭টি পরিবারের পুনর্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরিত তালিকা অনুযায়ী এ উপজেলাকে ভুমিহীন গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।