অনলাইন ডেস্ক:
সাপ দেখলে ভয় পায় না এমন মানুষ কমই আছে। বিষধর হোক বা না হোক, সাপের নাম শুনলেই অনেকে আতঙ্কে ভোগেন। এ কারণেই হয়তো সাপ ধরা, গলায় পেঁচিয়ে ছবি তোলা বা প্রাণীটির মাথায় চুমু খেয়ে নিজেকে সাহসী দেখানোর ট্রেন্ড চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই চেষ্টা যে যেকোনো সময় বিপদের কারণ হতে পারে, সেটাই হাঁড়ে হাঁড়ে টের পেলেন এক তরুণী।
সাহস দেখিয়ে অজগরের মুখে চুমু খেতে গিয়ে ঠোঁটে পাল্টা কামড় খেয়েছেন তিনি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। খবর এই সময়।
ইন্টারনেটের কল্যাণে সাপের নানা ধরনের ভিডিও প্রায়ই নজরে আসে। সাপ নিয়ে নানা কেরামতি করে ভাইরাল হন অনেকে। কিন্তু এবার সাপকে চুমু খেতে গিয়ে বিপদে পড়লেন এক তরুণী।
টুইটারে ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েক ফুট দীর্ঘ একটি বিশাল অজগর সাপকে কাঁধে তুলেছেন দুই যুবক। সাপটির মুখের দিকটা উঁচু করে ধরে ছিলেন একজন। অন্যজন দুই হাতে ধরে তুলে রেখেছিলেন সাপের লেজের অংশ। সাপটিকে দেখতে এসে প্রথমে গায়ে হাত বুলিয়ে দেন তরুণী। তারপর মুখ নিচু করে মাথায় চুম্বন করতে যান তিনি। আর এরপরেই হয় ছন্দপতন।