শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:০২ অপরাহ্ন

মনিরামপুর উপজেলা কর্মকর্তা ও সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রিপোর্টারের নাম / ৩৭৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



দেবব্রত মন্ডল, যশোর প্রতিনিধি:
শোকাহত আগস্ট মাস ২০২৩ খ্রিস্টাব্দ মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা মত বিনিময়ের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনা ও সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আবরাউল হাসান মজুমদার সহ সফর সঙ্গী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথমেই জেলা প্রশাসক মহোদয় সকলের সাথে পরিচিত হন। তারপর মনিরামপুরের ন্যায় নীতিবান সুদক্ষ আদর্শের প্রতীক সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আলী হাসান স্যার প্রধান অতিথিকে এক নজরে বৃহত্তম মনিরামপুরের উন্নয়নমূলক সকল স্থাপনা প্রশাসনিক সমস্ত স্পট মনিরামপুরের ঐতিহ্য প্রধান অতিথির কাছে তুলে ধরেন। এবং মনিরামপুর সকল স্থাপনা সম্পর্কে উনাকে একটা ধারণা দেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান বাবু উত্তম চক্রবর্তী বাচ্চু, শেখ মনিরুজ্জামান অফিসার ইনচার্জ মনিরামপুর থানা যশোর, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন, ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাব মনিরামপুর এর সাধারণ সম্পাদক জি এম টিপু সুলতান কাউন্সিলর সুমন দাস, কাউন্সিল বাবুলাল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান গন প্রশাসনিক সকল কর্মকর্তা শিক্ষকগণ সাংবাদিকবৃন্দ সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউ এন ও স্যারের অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ভূমি অফিসে বৃহত্তম মনিরামপুর এর কাজ বেশি থাকায় ভূমি অফিসের তৃতীয় তলা ভবনের দাবি করেন।

পরবর্তীতে প্রধান অতিথি বিনোদন স্পট ঝাপা বাওড় হয়ে ভবদহ জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। ভবদহ এলাকার লোকজন দাবী করেন অচিরে নদীর দখলমুক্ত নদী খনন ছোট ছোট খাল অবমুক্ত সহ স্থায়ী জলবদ্ধতা নিরসনের দাবি করেন। বিদায় বেলায় জেলা প্রশাসক সকলকে ধৈর্য ও আস্থাশীল হওয়ার পরামর্শ দেন এবং অচিরেই সকল সমস্যার সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir