নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখা পৃথক পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা।
সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডিসি গার্ডেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পণ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস। এ সময় সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফ উপস্থিত ছিলেন।
তাড়াশ উপজেলা শাখার আয়োজনে হোসনেয়ারা নাসরীন দোলার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা হয়। বেলকুচি উপজেলা শাখার সভাপতি হীরা মিয়া ও সাধারণ সম্পাদক আবু আনাসের নেতৃত্বে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।