নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে যুব সমাজের একটি অংশকে জুয়ার কবলে ফেলে দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
চর সমেশপুর নদীর পাড়ে একখন্ড অনাবাদি জমিতে রঞ্জুর নেতৃত্বে ছয়-সাতজন যুবক দীর্ঘদিন যাবত এ জুয়ার আসরের আয়োজন করে। আশপাশের বিভিন্ন এলাকার দেড়শতাধিক জুয়াড়ি এতে অংশ নেন। জুয়াড়িদের খপ্পরে পড়ে টাকা পয়সা হেরে নিঃস্ব হয়ে খালি হাতে বাড়ি ফেরেন। এর ফলে এলাকায় চুরি, চিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, খুনসহ নানা অপরাধের আশঙ্কা ও বৃদ্ধি পাচ্ছে বলে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। রঞ্জ এলাকায় খুব প্রভাবশালী ব্যক্তি বিধায় সাধারন জনগন তার এই অনৈতিক কাজের প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এলাকা বাসীর অভিযোগ দীর্ঘদিন যাবত কোটি টাকার এ জুয়ার আসর চললেও প্রশাসনের কোন তৎপরতা দেখা যাচ্ছেনা। পুলিশ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করে অনতিবিলম্বে এই জুয়ার আসর বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।