নিজস্ব প্রতিবেদক:
তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের কার্য্য নির্বাহী কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক ফারুক সরকার সভা সঞ্চালনা করেন।
এসময় চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হযরত আলী মাষ্টার ও আবু নজির মাষ্টার, সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, জেলা যুবলীগের সদস্য আব্দুল লতিফ লিউ, সেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি রবিউল মোল্লা ও ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও পরামর্শ পর্যালোচনা করা হয়।