নিজস্ব প্রতিবেদক,রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) উপজেলা বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
মিঠাপুকুর উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠন ও জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র বিক্ষ, বিশেষ অতিথি ছিলেন সিল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার রনজিত ক্যারকেটা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি মোহন লাল কুজুর।
দিবসটি ঘিরে সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে আগত আদিবাসীদের পদচারণায়, শোভাযাত্রা, প্রদর্শনী এবং আলোচনা সভায় মুখরিত ছিল উপজেলা পরিষদ চত্বর। আলোচনা সভায় বক্তারা ক্ষুদ্রনৃগোষ্ঠী নয় আদিবাসী হিসেবে স্বকৃীতির দাবি জানান।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)