নিজস্ব প্রতিবেদক,রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ওই চিকিৎসক সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত নয়টার দিকে উপজেলার জায়গীরহাটে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত চিকিৎসক মজনু মিয়ার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়।
জানা গেছে , অভিযুক্ত মজনু মিয়া উপজেলার জায়গীরহাটে চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে
উন্নত চিকিৎসার নামে গ্রামের গরীব ও অসহায় রোগীদের নিম্নমানের চিকিৎসা দিয়ে আসছিলেন।
কিন্তু আগত রোগীরা সুস্থ হওয়ার চেয়ে উল্টো ক্ষতির শিকার হন।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই মজনু মিয়ার চেম্বারে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী উপ পরিচালক আজাহারুল ইসলাম। সেদিন অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দিয়েছিল ভোক্তা অধিদপ্তরের আভিযানিক কর্মকর্তা। কিন্তু অভিযুক্ত চিকিৎসক মজনু মিয়া সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও চেম্বার খুলে তার কর্মযজ্ঞ চালাতে থাকে।
মজনু মিয়ার কর্মকাণ্ডের বিষয়ে জানতে পেরে আজ আবারও অভিযান চালায় প্রশাসন।
অভিযানে সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিষয়ক কোন ডিগ্রী না থাকায় মজনু মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন বলেন, মজনু মিয়া সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিষয়ক ডিগ্রীর কোন কাগজপত্র দেখাতে না পারায় তার জেল ও জরিমানা করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)