ডেস্ক নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৬ ও ১৭ আগস্ট দুদিনব্যাপী জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ শনিবার বিএসএমএমইউর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউ’র প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ আগস্ট জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। ১২ ও ১৩ আগস্ট অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই এবং রোগী ভর্তি সম্পন্ন করা হবে ১৪ আগস্ট।
সেবা নিতে ইচ্ছুক রোগীদের বর্হিবিভাগের ২ নম্বর ভবনের ২০৬ নম্বর কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যোগাযোগের জন্য বলা হয়েছে।
এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।