মারুফ সরকার:
মডেল-অভিনেত্রী শ্রাবন্তী শেলীনা। নিয়মিত মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করছেন সম্ভবনাময়ী এই অভিনেত্রী। ২০১৫ সালে একটি একক নাটকে অভিনয় দিয়ে পথচলা শুরু করেন তিনি। এই মডেলের দারাজ, ভিভেল কফি, ফিজি আইস টি, যমুনা ইলেক্ট্রনিকস বিজ্ঞাপনচিত্রগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এছাড়াও কয়েকটি একক নাটকের কাজ শেষ করেছেন তিনি।
সম্প্রতি তিনি শেষ করলেন ফজলুল সেলিম পরিচালিত ‘বড় বোন’ নাটকে । নাটকটি পুবাইলের বিভিন্ন স্থানে দৃশ্যধারনের কাজ শেষ করেছেন ।নাটকটি নিয়ে কথা হয় অভিনেত্রী শ্রাবন্তী শেলীনা সাথে তিনি বলেন, নাটকটি একটি আলাদা গল্প । আর এই নাটকটির পরিচালক একটু অন্যভাবে কাজ করেন । তার কাজ গুলো খুব আকর্ষনীয় ।আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না । আর নাটকটি একটি পরিবারর আর বড় বোনের যে ভালোবাসা সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বাকিটা আপনারা নাটকে দেখতে পারবেন । আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই বেশী করে বাংলা নাটক দেখবেন । আপনারা যত বেশী নাটক দেখবেন আমরা আরো তত বেশী নাটক করতে পারবো
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)