মারুফ সরকার:
আজ ২৭ শে আগস্ট রবিবার বিকাল ৫ টার দিকে বিএনএমএর কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজর জেনারেল এহতেশাম-উল হক (অব.),বিএনএমএর সদস্য সচিব মেজর মুহাঃ হানিফ (অবঃ),উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, এডঃ গোলাম মোস্তফা, এডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার, এডঃ মতিউর রহমান, মেজর তৌহিদুর রহমান চাকলাদার, কেন্দ্রীয় সদস্য কর্ণেল দিদার, এডঃ এবি এম ওয়ালিউর রহমান খান, কর্নেল হেলাল, কর্ণেল নাজিম উদ্দিন, মোঃমনিরুল ইসলাম সবুজ, মেজর জিয়া (অবঃ)প্রমুখ ।
যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, সংঘাত মুক্ত অহিংস রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এম এ যোগ দানের জন্য এনডিপির প্রেসিডিয়াম সদস্য ও বাংলদেশ জাস্টিস এন্ড ডেভলপমেন্টপার্টি যোগদানকৃত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও স্বাগত জানান।
বিএনএম নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাদের এই যোগ দান বিএনএমকে শক্তিশালী করবে এবং লক্ষ্যে পৌছাতে সহায়তা করবে। পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্রের অবশান ঘটিয়ে দেশ ও দলের প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ারজন্য দেশবাসীকে উদার্ত আহ্বান জানান। যোগদান নেতৃবৃন্দেরমধ্যে উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ডেমক্রেটিক পার্টি প্রেসিডিয়াম সদস্য মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক আয়শা আক্তার, কুমিল্লা জেলা সভাপতি পারভেজ বাবু, ঢাকা জেলা সহ-সভাপতি শাহিনুর রহমান, সহ-সাধারন সম্পাদক মোস্তফিজুর রহমান মিন্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক শহিদুলইসলাম, নুরুজ্জামান সভাপতি ধামরাই থানা, সাবেক সভাপতি নুরুলইসলাম ও বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভলপমেন্টপার্টি সিনিয়র যুগ্ম মহাসচিব তাসকিয়া বিনতে নাজীব প্রমুখ নেতৃবৃন্দ।