মারুফ:
যে কোনো ছবি দর্শকের আনন্দ দ্বিগুণ করতে আগ্রহী থাকেন নির্মাতা। এবারের সেরকম প্রস্তুতি নিচ্ছে ‘রুখে দাড়াও’ সংশ্লিষ্টরা। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রুখে দাড়াও’ ।
ইতোমধ্যে এই সিনেমাই আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সুকুমার চন্দ্র দাস । প্রযোজনা করছেন শাহেদ আহমেদ মজুমদার । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ,কায়েস আরজু, আশিক চৌধুরী, আখি চৌধুরীসহ অনেকে । পরিচালক সুকুমার চন্দ্র দাস বলেন, ‘খুবই চমৎকার একটি ছবি। একদমই ভিন্ন ঘরানার। দর্শকদের হলে বসিয়ে রাখার মতো একটি ছবি। আমার কাছে মনে হয়েছে, দর্শকরা ব্যাপকভাবে এই ছবি গ্রহণ করবে।’
নায়িকা আখি চৌধুরী বলেন, ‘রুখে দাড়াও’ ছবিটি আমার জন্য একটি টার্নি পয়েন্নিট ছবি হবে । এটি একটি চমৎকার সিনেমা। প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছেন। আমি আশা করবো দর্শকরা নিরাশ হবে না’