সম্প্রতি শেষ হলো ফজলুল সেলিম পরিচালিত ‘বড় বোন’ নাটক। নাটকটির দৃশ্যধারন করা হয়েছে পূবাইলের বিভিন্ন স্থানে। গল্প দিয়েছেন প্রসেনজিৎ ওঝা রচনা করেছেন জুয়েল এলিন ।একটি প্রটিউন থিয়েটার বক্স প্রযোজনা করেছেন ।
নাটকটিতে নিয়ে পরিচালক ফজলুল সেলিম বলেন, নাটকটির গল্পটা অনেক আবেগঘন, একদম ভিন্ন একটি গল্প। কাজ গুলো খুব আকর্ষনীয়। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। আর নাটকটি একটি পরিবারের বড় বোনের যে ভালোবাসা সেক্রিফাইস সে গল্প নিয়ে আগাতে থাকে। আপনারা নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।
তিনি আরো বলেন, আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই বেশী করে বাংলা নাটক দেখবেন। আপনারা যত বেশী নাটক দেখবেন আমরা আরো তত বেশী নাটক করতে পারবো। আর আমার জন্য দোয়া করবেন।
টিপিএন২৪/ এম এস/ এইচ এইচ
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)