মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা শহরের দাদা মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহেদ রানা, ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব, ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী প্রমুখ।
অপরদিকে, জেলা শহরের মুক্তার পাড়াস্থ জেলা বিএনপির একাংশের অংশগ্রহনে আরো একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম বেবু, সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু, দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে কুড়িগ্রামের কৃতি সন্তান রিজভী আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)