নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
হাইওয়ে পুলিশের নতুন একটি রিজিয়নাল ইউনিট যাত্রা শুরু। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ জেলা রিজিয়নের যাত্রা শুরু করে।
নতুন এই ইউনিটের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ’র যোগদানের মাধ্যমে আত্মপ্রকাশ হয়। ময়মনসিংহ বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠিত হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।
হাইওয়ে জেলাগুলো হলো- ময়মনসিং, জামালপুর, নেত্রকোনা,শেরপুর।
নতুন রিজিয়নের যাত্রার বিষয়ে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার বলেন, হাইওয়ে পুলিশকে জনবান্ধব পুলিশ ইউনিট হিসেবে কাজ করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। সকল স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার রহমত উল্লাহ এর আগে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নে সুনামের সঙ্গে কাজ করেছেন।