বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর দৌহিত্র, আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম ড. মোহাম্মদ সেলিম এমপির ছেলে শেহেরিন সেলিম রিপনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জেলায় নির্বাচনী প্রচার-প্রচারনায় তিনি শীর্ষে অবস্থান করছেন।
প্রতি সপ্তাহে তিনি সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে লিফলেট বিতরনসহ মতবিনিময় ও নানাভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য প্রার্থী শেহেরিন সেলিম একজন সৎ ব্যক্তিত্ব, ন¤্র ভদ্র ও মিশুক প্রকৃতির রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার সুবাধে ইতোমধ্যে তিনি সাধারন মানুষের মন জয় করছেন।
অনেকেই বলছেন, তার দাদা ক্যাপ্টেন এম মনসুর আলী ও তার বাবা ড. মোহাম্মদ সেলিমের মতোই তিনি একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তি হিসেবে ইতোমধ্যে সিরাজগঞ্জে আবিভর্’ত হয়েছেন। সুন্দর ও ন¤্র আচরনের কারনে জনগনও তাকে বুকে টেনে নিচ্ছেন। তার ব্যবহারে সাধারন জনগন সন্তোষ প্রকাশ করে বলছেন। এরকম নিরহংকার ও সৎ ব্যক্তি আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেলে নৌকার জয় অনেক সহজতর হবে। সাধারন জনগন আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে সিরাজগঞ্জ থেকে ক্যাপ্টেন এম. মনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপনকে মনোনয়ন দেয়ার অনুরোধ জানিয়েছেন।
সিরাজগঞ্জ শহরের বাসিন্দা আব্দুস সামাদ, মিলন সেখ ও বাবু সেখ জানান, আমরা যে কদিন যাবত শেহেরিন সেলিম রিপনের সাথে থেকেছি তাতে আমরা বুঝতে পেরেছি তিনি একজন সৎ ব্যক্তি ও তীক্ষè রাজণৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ায় তার প্রতি সিরাজগঞ্জের সাধারন জনগন সন্তুষ্ট। তার আচার-আচরন, রাজনৈতিক দক্ষতা, মানুষের প্রতি ভালবাসা ও সিরাজগঞ্জের উন্নয়ন নিয়ে তার যে চিন্তা-চেতনা তা অন্যান্য রাজনৈতিক নেতবৃন্দের চেয়ে ভিন্ন। তিনি মনোনয়ন পেলে সিরাজগঞ্জবাসী একজন যোগ্য নৌকার মাঝি পাবে।
যার মাধ্যমে সিরাজগঞ্জের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। ক্যাপ্টেন এম. মনসুর যেমন দলের ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি একচুল পিছপা না হয়ে দল-দেশ এবং বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে প্রমান করেছে তিনি দেশ ও দেশের মানুষ এবং বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেননি এবং দেশকে তিনি কতটুকু ভালবেসেছেন তার প্রমান করে গেছেন তেমনি ক্যাপ্টেন এম মনসুর আলীর নাতি শেহেরিন সেলিমের রক্তের মধ্যেও সেই সততা, বিশ্বাস ও আদর্শ ও শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা বিরাজমান রয়েছে।
তিনি জননেত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ ও সিরাজগঞ্জের মানুষের জন্য নিজের সুখ শান্তি ভোগ-বিলাশ ত্যাগ করে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবেন বলে আমরা মনে করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুক্তিযোদ্ধা নেতা জানান, আমরা বঙ্গবন্ধুর ঘনিষ্ট বিশ্বস্ত সহচর ক্যাপ্টেন এম. মনসুর আলীর নাতি শেহেরিন সেলিমের মতো একজন দক্ষ ও সৎ ব্যক্তির অপেক্ষায় রয়েছি। জননেত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা তুলে দিলে আমরা জানপ্রান দিয়ে মাঠে কাজ করবো এবং শেখ হাসিনার নৌকাকে বিজয় করব ইনশা। তাদের মতো, জনগন এখন নিরংহকার ব্যক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। যার সাথে সুখ-দুঃখের কথাগুলো প্রাণখুলে বলা যায়। আর শেহেরিন সেলিম রিপন সেই রকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি নৌকা প্রতীক পেলে দলের সকল নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে তারপক্ষে নৌকা বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।
শেহেরিনি সেলিম রিপন একজন শিক্ষিত,মার্জিত ও ভদ্র হিসেবে জেলার মধ্যে পরিচিত পেয়েছেন। অনেকে শেহরিন সেলিম রিপনকে একনজর দেখার জন্যও অধীর আগ্রহ অপেক্ষা করেন। সিরাজগঞ্জবাসী এবার শেহেরিন সেলিম রিপনকে নৌকার কান্ডারী হিসেবে বেছে নিবেন বলে প্রত্যাশ করছেন এবং জননেত্রী শেখ হাসিনা শেহেরিন সেলিম রিপনকে নৌকার কান্ডার করবেন বলে অধীর অপেক্ষায় তাকিয়ে রয়েছেন।
ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম জানান, আমার দাদা ক্যাপ্টেন এম. মনসুর আলী যেমন বঙ্গবন্ধু আদর্শ প্রতি চুল পরিমান পিছপা হননি, দেশ ও জনগনের কল্যাণে নিজের জীবন বিসর্জন দিয়েছেন তেমনি তার রক্ত আমার শরীরের বহমান, আমিও যতদিন জীবিত থাকব ততদিন শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা এবং দেশ ও জনকল্যাণে কাজ করে যাবো-ইনশাআল্লাহ।
টিপিএন২৪/ এইচ এইচ