খেলাধুলা ডেস্ক:
আর কিছুক্ষণ পরই ঘোষণা করা হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ দল। তবে কখন সেই দল প্রকাশ করা হবে সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে টাইগারদের বিশ্বকাপ দল কখন ঘোষণা করা হবে সেটি চূড়ান্তভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিসিবির ফেসবুক পেজে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডে শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।
জানা যায়, ঘোষিত বিশ্বকাপ দলে নেই তামিম। তবে ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে, সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে যান টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সঙ্গে ছিলেন নির্বাচকরাও।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)