নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গা শাহীন স্কুলের শিক্ষার্থীদের দ্বিতীয় সামষ্টিক পরিক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা কুঠিপাড়া শাহীন স্কুল চত্ত্বরে এ পুরস্কার বিতরণ করা হয়।
শাহীন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে ও শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখা পরিচালক নুরুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক, শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ নির্বাহী শাখা পরিচালক আব্দুল করিম তালুকদার।
এসময় শাহীন স্কুল সলঙ্গা শাখা পরিচালক আব্দুস সামাদ ও রাকিব হোসেন এবং শিক্ষক,অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)