
রাজধানীর ডেমরায় আনুমানিক ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ৪২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম–মো. সাদ্দাম হোসেন ওরফে শাওন। গ্রেফতারকালে মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
রবিবার রাতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।
তিনি বলেন, র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাত ১০টার দিকে ডেমরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪২ কেজি গাঁজাসহ সাদ্দাম নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
র্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক, জব্দকৃত পিকআপসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)