
পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা, লক্ষাধিক টাকার মাছ জব্দ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলার ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ইন্দুরকানী বাজারে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্ত প্রায় ও নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রয় করতে দেখা যায়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৩৪ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছগুলো পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদ্রাসায় ৪৫ কেজি এবং কালাইয়া মইনুউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।
এদিকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো মাছ উদ্ধার করা সম্ভব হয়নি এবং আদালত সেখান থেকে ফিরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রি করা হয়। এসব মাছ মূলত পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য আড়ত থেকে সংগ্রহ করা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে পাড়েরহাট মৎস্য আড়তে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)