
প্রাইভেটকার থেকে প্রেমিককে রাস্তার পাশে নামিয়ে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার এক ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর সহায়তায় অপহৃত তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ৯৯৯ এর মিডিয়া অফিসার আনোয়ার সাত্তার সংবাদমাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার প্রেমিকা রাজধানীর উত্তরার আজমপুর এলাকা থেকে ভাড়াকৃত একটি সাদা রঙের টয়োটা প্রিমিও প্রাইভেট কারযোগে ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে ভরাডোবা এলাকায় গাড়িচালক চা খাওয়ার কথা বলে গাড়ি থামান। ওই সময় তিনি ও চালক গাড়ি থেকে নামলেও তার প্রেমিকা গাড়িতে ঘুমিয়ে থাকায় নামেননি। একপর্যায়ে চালক গাড়ি থেকে মোবাইল ফোন আনার কথা বলে প্রেমিকাকে নিয়েই গাড়ি চালিয়ে পালিয়ে যান।
কলার গাড়ির নম্বর বলতে না পারলেও সাদা রঙের টয়োটা প্রিমিও বলে শনাক্ত করেন। খবর পেয়ে ৯৯৯ কলটেকার কনস্টেবল ফাহিম হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করেন। উদ্ধার তৎপরতার সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ ডিসপাচার এসআই দিলীপ কুমার বিশ্বাস।
তিনি ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানার টহল টিম উদ্ধার অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর আকুয়া, হাজিবাড়ি ও ফুলবাড়িয়া সড়ক সংলগ্ন একটি গ্যারেজ থেকে অপহৃত তরুণীকে (১৮) উদ্ধার করে।
এ সময় অপহরণে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং অভিযুক্ত গাড়িচালক মনিরকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)