বরিশাল প্রতিনিধি:
আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) মা ইলিশ রক্ষায় নদ-নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা সফল করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার সকালে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে নদী বন্দরের টার্মিনাল ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলার নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক এবং মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা।
সভার প্রধান অতিথি বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তার সুফল পাবে জনগণ। এই ২২দিন মা ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন, বিক্রি ও ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় নেয়া হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে কাউকে জাল না ফেলার অনুরোধ করেন তিনি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)