নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন মাদক করবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, শুক্রবার রাতে দৌলতপুর ইউনিয়নের গোপরেখী মধ্যপাড়া মল্লায় সাইদুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩০২ পিস ইয়াবা ট্যবলেট সহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপরেখী মধ্যপাড়া মহল্লার সাইদুল ইসলাম ওরফে খাটো সাইদুল, ইছা শেখ ও আইয়ুব আলী। পরে মাদক মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।