
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে একটি বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। পরে সেখানে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের অহংকার ও গৌরবের দিন। তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতি, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে যে ঐক্যের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, সেই ঐক্যের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)