
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছে রাজ্য সরকার।
গতকাল সোমবার তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতির ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস।
মুখ্যমন্ত্রীকে হাতে লেখা চিঠিতে অরূপ বিশ্বাস জানান, 'মেসির কলকাতা সফর ঘিরে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি, আপনি আমার এই অনুরোধ রাখবেন।'
এ অব্যাহতির পাশাপাশি, রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি) রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই দুই আইপিএস কর্মকর্তার কাছে জবাব চাওয়া হয়েছে।
এছাড়া দায়িত্ব গাফিলতির অভিযোগে বিধাননগর পুলিশ কমিশনারের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সেই সঙ্গে রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান সচিব থেকে সরানো হয়েছে রাজেশ কুমার সিনহাকে। সল্টলেক স্টেডিয়ামের দায়িত্ব থেকে সরানো হয়েছে সিইও দেবকুমার নন্দনকে।
শনিবার ওই বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক সংস্থা ও পুলিশের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। একই সঙ্গে শুরু থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। কেননা, টিকিট কেটেও ক্রীড়াপ্রেমীরা মেসির দেখা পাননি। কিন্তু সেই পরিস্থিতিতে ওই মাঠেই, মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা গেছে ক্রীড়ামন্ত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হলে ব্যাপক শোরগোল পড়ে যায়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)