অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন। তাকে স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও দেখা যাচ্ছিলো না। এরই মধ্যে গুজন ওঠে ফের মা হতে চলেছেন আনুশকা।
শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে। এমন সময়েও চলমান ক্রিকেট বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির হলেন এই আনুশকা। বিরাটপত্নীকে এদিন সকাল সকাল আহমেদাবাদ বিমানবন্দরে দেখা গেছে। বেটার হাফ তথা টিম ইন্ডিয়াকে সমর্থন করতেই অভিনেত্রীর এই গমন।
এদিন তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যায়। তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে হেঁটে এসে গাড়িতে ওঠেন। উল্লেখ্য, ২০২১ সালে আনুশকা-কোহলির সংসার আলো করে আসে তাদের কন্যা সন্তান ভামিকা। এবার তাদের কোল জুড়ে আসতে চলছে দ্বিতীয় সন্তান!
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)