অনলাইন ডেস্ক:
গাজায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীর এক সৈন্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আইডিএফের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, গাজা উপত্যকার কাছে কিববুৎজ কিসুফিম এলাকায় এই অভিযান চালানো হয়। আইডিএফের একটি ট্যাংক ও একটি ইঞ্জিনিয়ারিং গাড়ির দিকে ছোড়া একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন সৈন্য নিহত, একজন মাঝারি আহত এবং দুইজন হালকা আহত হয়েছেন।
আইডিএফ বলেছে, গাজা স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ‘হামাসের অবকাঠামো ধ্বংস, অস্ত্র ও নিখোঁজ ব্যক্তি ও মৃতদেহ খুঁজে বের করার’ চেষ্টা করছে।
নিহত ও আহত সৈন্যদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সূত্র: সিএনএন