অনলাইন ডেস্ক:
বর্তমান ভারতীয় দলের অন্যতম সেরা পেসার হওয়া সত্ত্বেও বিশ্বকাপের প্রথম চার ম্যাচ বাইরে বসে কাটাতে হয়েছে। শুধুমাত্র সঠিক টিম কম্বিনেশনের খোঁজে। আট নম্বরে একজন অলরাউন্ডার খেলানোর স্বার্থে। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচে দলে ফিরেই আবার নিজেকে প্রমাণ করেছেন মোহম্মদ শামি। তার স্পেলেই তিনশোর অনেক নীচে আটকে যায় কিউয়িরা।
প্রত্যাবর্তনেই পাঁচ উইকেট নিয়ে কী বললেন ম্যাচের সেরা? শামি বলেন, অনেকদিন পর প্রথম একাদশে ফিরলে শুরুতেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়া দরকার। এই ম্যাচটা সেটা ফিরে পেতে সাহায্য করল।
বিশ্বকাপে সাইডলাইনে বসে একের পর এক ম্যাচ দেখা বা দ্বাদশ ব্যক্তি হিসেবে ড্রিংকস নিয়ে আসা কতটা কঠিন? শামি বলেন, দল ভাল খেললে সাইডলাইনে বসে অপেক্ষা করা খুব কঠিন নয়। তারা আমার সতীর্থ। তারা ভাল খেললে সবার উচিত তাদের সমর্থন করা। যদি দলের স্বার্থে আমাকে বাদ দেওয়া হয়, তাহলে আমার সেটা মানতে কোনও সমস্যা নেই।
পাঁচ উইকেটের মধ্যে সেরা কোনটা? শামি বলেন, এদিনের সব উইকেটই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এদিন টেবিলের সেরা দুই দলের খেলা ছিল।
হার্দিক পাণ্ডিয়া দলে ফিরলেই কি আবার বসিয়ে দেওয়া হবে শামিকে? এই পারফরম্যান্সের পর তাকে বাদ দেওয়ার আগে নিশ্চয়ই আরও ভাববে ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্ক। তবে হার্দিক ফিরলেও প্রথম একাদশে শামিকে দেখতে চান রবি শাস্ত্রী।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)