
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৭ জন,
মাদক মামলায় ১ জন, খুন ১ জন,
পরোয়ানাশ -৫ জন( পরোয়ানা তামিল -৮ টি),
বিভিন্ন আইনে ১৯ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, রাসেল ওরফে ইয়ামিন(২৪), রোমান (১৬), নাজিম (১৭), ফাহিম (১৬), শাহীন (১৬), আজিম (১৭),
জিয়ারুল (১৬), সালাউদ্দিন (২৮), আকবর হোসেন (৪১), প্রতিক হাসান (৪১), রিপন (২৭), শাহাবুদ্দিন (৪০), ওমর আলী (৩২), বেলাল (২৮), সিয়াম (২২), আরমান শেখ (২৩), ফয়সাল (২৭), রানা (২২), মুরাদ (৩২),
আলামিন সিদ্দিক (২৫), আলামিন মান্নান (২২), নয়ন ইব্রাহিম খলিল (২০), আরিফ হোসেন জয় (২৫), মানিক (১৮), বিপ্লব সম্রাট (২৮), অপু শাকিব (১৭), শাহাদাত (১৭), ইকবাল হোসেন সবুজ (৪২), সাগর (২৪),
আসাদুজ্জামান টুটুল (৪৫), সুমন (৪৯),
সজল (৩০) ও জাকির হোসেন (৪৬)। গ্রেফতারকালে ২ টি চাপাতি,১ টি লোহার তৈরি ছুরিসহ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)