নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান'র বিরুদ্ধে ভিজিএফ মৎস্য চাল বিতরণে অনিয়ম, আত্মসাৎর বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেনএকই পরিষদের সচিব। এছাড়াওউক্ত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে এ সচিবের সাথেউক্ত পরিষদের দফাদারের উদ্বতপূর্ন আচরন করার কথাও।
এ অভিযোগ পত্র সুত্রে জানা গেছে,গত১৮অক্টোবর বুধবার সকাল১০টায় ছোট বাইশদিয়া ইউনিয়নপরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান'র নির্দেশে উপস্থিত উক্ত ইউনিয়নের ট্যাগ অফিসার,এপরিষদ বর্গ ও গ্রাম পুলিশদের সহায়তায় চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গাবালী উপজেলা খাদ্য গোডাউনের সম্মুখে বসে ভিজিএফ মৎস্য চাল বিতরণ শুরু হয়।উক্ত চাল বিতরণের এক পর্যায়ে কিছু সংখ্যক কার্ডধারী জেলে উক্ত খাদ্য গোডাউনের সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও তালিকার সকল জেলের নামের বরাদ্দ হয়েছে মর্মে প্রচার করে এ দিন দুপুর২টার সময় চেয়ারম্যানের একক সিদ্ধান্তে এ চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়।কারণ উপস্থিত ট্যাগ অফিসার শেষের দিকে উক্ত চাল বিতরণ কার্যে ছিলেন না। তখনএপরিষদের সচিব উক্ত খাদ্য গোডাউন থেকে সন্নিকটস্থ৩নং ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদে পায়ে হেটে চলে আসলে অনেক কার্ডধারী জেলে চালের জন্য অনুনয়-বিনয় করলে তাদের চেয়ারম্যানের নিকট যোগাযোগ করার পরামর্শ দেয় সচিব।পরে উক্ত পরিষদে এ সচিব এসে দুপুরের খাবারের জন্য নিকটস্থ বাজারের হোটেলে গিয়ে খাবার খেয়ে পরিষদে চলে আসেন।এরপর তিনি স্টক রেজিস্ট্রার লিপিবদ্ধ করার জন্য চাল বিতরণের বিষয় চেয়ারম্যান ও দফাদারের নিকট বিস্তারিত জানতে চেয়ে আইনগত অগ্রহণযোগ্য তথ্য না পেয়ে রাঙ্গাবালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ,দা)ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে তাৎক্ষণিক ঠিক দুপুর২টা৫৩মিনিটের সময় কল দেয় এবং সে চাল বিতরণের অনিয়ম ও আত্নসাতের বিষয়টি নিশ্চিত হয়।এসময় উক্ত পরিষদের সচিব কে এ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ,দা) ফোন আলাপে জানায় প্রথমে ১২৬০বস্তা চাল গোডাউন থেকে নামানো হয়েছে।পরে আরো৯৭ বস্তা চাল নামানো হয়েছে।এতে এসময় সর্বমোট ১২৬০+৯৭=১৩৫৭ বস্তা চাল(৩০কেজির বস্তার)যার সর্বমোট পরিমাণ হয়৪০৮০০কেজি চাল।কিন্তু ভিজিএফ মৎস্য চালের ডিও হয়েছে এ পরিষদের ৫০,২০০ টন,অর্থাৎ ৫০২০০কেজি চাল।পরবর্তীতে সচিব উক্ত দফাদাকে আবারও বিষয়টি অবগত করলে সে অস্বীকার করলে সচিব তাঁর ফোনের রেকর্ড শুনালে দফাদার অগ্নিশর্মা হয়ে উঠে এবং সচিব কে বলেন " আপনি কি সাংবাদিকের ভূমিকা নিলেন নাকি" উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(অ,দা)এর নিকট ফোন দেন।"এরকম সে তাদের মত৮-১০ সচিব দেখেছি" পরে সচিব তাঁর কক্ষে দাপ্তরিক কাজ করতে থাকেন।
এর কিছুক্ষন পর কিছু সংখ্যক অজ্ঞাত লোক পরিষদের সম্মুখে এসে সচিব কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেয়।এসময়ে শুধু মাত্র দফাদার ও সচিব পরিষদে ছিলেন।এসময় অবস্থা বেগতিক দেখে অন্য কোন উপায়ন্ত না পেয়ে সচিব চেয়ারম্যানের পূর্ব নির্দেশ মোতাবেক পরিষদের দফাদারের হাতে অফিসের চাবী দিয়ে তিনি দ্রুত পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন।এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাগান্বিত অবস্থায় কার সাথে যেন ফোনে আলাপ ও পায়চারী করছিলেন।এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগসাজসে দফাদারের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযোগও রয়েছে বলে উক্ত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন এ সচিব।এ বিষয় ৩নং ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,তাঁর নতুন করে বক্তব্য দেওয়ার কিছুই নেই,তিনি সংশ্লিষ্ট দপ্তরে যে অভিযোগ পত্র দিয়েছেন তাতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
উক্ত বিষয় জানতে ৩নং ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের দফাদার মোঃহাবিব দফাদার এর মুঠোফোনে কল দিলে তাঁর ফোন কল বন্ধ পাওয়া যায়।এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।রাঙ্গাবালী উপজেলা আইসিটি ও তথ্য এবং ৩নং ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার মাসুদ হাসান এর মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,নিয়ম মাফিক চাল বিতরণ করা হয়েছে।৩নংছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা'র মুঠোফোনে কল দিয়ে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন,পরিষদের অন্যান্য ইউপি সদস্য বৃন্দরা খুব সক্রিয় রয়েছেন,সচিব দুপুরের আগে খবর নিয়েছেন মাত্র,পরের খবর তাঁর কাছে নেই,তিনি যে বিষয় অভিযোগ দিয়েছেন তা ছোট বাইশদিয়া ইউনিয়নে এসে আপনারা খোঁজ খবর নিয়ে সত্যতা যাচাই করুন।এ কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য অফিসার এর মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, মিঠিংএ আছি,এই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার এর মুঠোফোনে একাধিক বার কল দিলেও প্রতিবারই তাঁর ফোন কল ব্যাস্ত পাওয়া যায়। এ জন্য তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)