বিনোদন ডেস্ক:
কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে তুমুল বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী এই তারকার বিরুদ্ধে নজরুল সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ উঠেছে। যা নিয়ে দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও এ আর রহমানকে তুলোধুনো করছেন।
এ ইস্যুতে এবার মুখ খুলেছেন হিরো আলম। তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান ‘কারার ওই লৌহ কপাট’ নিয়ে কেন কথা বলছেন না?
আলম আরও বলেন, ‘বহুবার বলেছি আমি কোনো গায়ক বা শিল্পী নই, আমি শিখে এসে গান করিনি। শুধুমাত্র মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন ‘আমারো পরানো যাহা চায়’ গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন ‘কারার ওই লৌহ কপাট’ এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না!’
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)