বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের কাজিপুরে শহীদ মীর মুগ্ধ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদ্বোধন কুড়িগ্রামে ঘর-বাড়ি, ফসলি জমি রক্ষায় সেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর  চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ: ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের দুর্দান্ত শুরু

সিরাজগঞ্জে ৬টি আসনে আ’লীগের মনোনয়ন কিনেছেন ৩৫ জন

রিপোর্টারের নাম / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনের জন্য আ.লীগের ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রতিটি আসনেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার বিকালে পর্যন্ত মোট ৩৫জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

মনোনয়ন প্রত্যাশী হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে থেকে মনোনয়নপত্র নিয়েছেন ২জন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং তার ছেলে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও তার চাচাতো ভাই শেহেরিন সেলিম রিপন।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ডা. হাবিবে মিলাত মুন্না, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার ও শেহেরিন

সেলিম রিপন। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১২ জন মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন, বর্তমান এমপি ডা. আব্দুল আজিজ সরকার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক

শে আওয়ামী বংলাদেশ।

উপ-কমিটির চেয়ারম্যান ড. হোসেন মুনসুর, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, ব্রিগেডিয়ান জেনারেল (অব:) প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম মানিক, জেলা আওয়ামীলীগের শিল্প ও ব্যনিজ্য বিষয়ক সম্পাদক শিল্পপতি লুৎফর রহমান দিলু, প্রয়াত সাবেক এমপি ইসহাক হোসেন তালুকদারের ছেলে অ্যাডভোকেট ইমরুল হোসেন ইমন তালুকদার, রায়গঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, আওয়ামীলীগ নেতা

শরিফুল আলম খন্দকার। সিরাজগঞ্জ-৪ (উলাপাড়া) আসনে মনোনয়নপত্র

কিনেছেন ৬ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি, উলাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম, সলপ ইউপি চেয়ারম্যান শওকত ওসমান ও ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-পরিচালক (অব:) আলহাজ্ব মো: ইয়াছিন আলী।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী) আসনে ৫ জন মনোনয়ন ফরম কিনেছেন। তারা হলেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান এমপি আব্দুল মমিন মন্ডল, বেলকুচি পৌর সভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সিরাজগঞ্জ জজ আদালতের পিপি গাজী অ্যাডভোকেট আব্দুর রহমান, বনানী থানা আ.লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন কিনেছেন ৪ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মিল্কভিটার ভাইস-চেয়ারম্যান আব্দুল হামিদ লাভলু, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir