বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় নাতি শেহেরিন সেলিম রিপন সিরাজগন্জ-১ ও ২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে চাচা রেজাউল করিমসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদেন নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য প্রয়াত এমপি ড.মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম রিপন আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেয়ে রাজনীতি ও মানবসেবা করার প্রত্যয়ে চলে আসেন জন্মভূমি সিরাজগঞ্জ। গত দুই বছর যাবত দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ-কাজিপুর) এবং সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) এ দুটি সংসদীয় আসনের তৃণমূল পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
উচ্চশিক্ষিত শেহেরিন সেলিম রিপন ইতোমধ্যে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে স্বজ্জন ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। রাজনীতিতে তার আগমনকে চমক হিসেবে দেখছেন সিরাজগঞ্জবাসি।
শেহেরিন সেলিম রিপন বলেন, দাদা ও বাবা পর তৃতীয় প্রজন্ম হিসেবে রাজনীতিতে নেমেছ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে যে আসন থেকে মনোনয়ন দিবেন সেখান থেকেই নির্বাচনে অংশগ্রহন করব। দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষকে সাথে নিয়ে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আসনটি উপহার দিবো-ইনশাআল্লাহ।