রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

যেসব কারণে দায়িত্ব ছাড়ছেন স্কালোনি

রিপোর্টারের নাম / ৩২৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনার সব কোচিং স্টাফ
আর্জেন্টিনার সব কোচিং স্টাফ। ছবি সংগৃহীত

খেলাধুলা ডেস্ক: গোটা ফুটবল বিশ্বকে অবাক করে লিওনেল স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের জন্য এমন এক কোচ প্রায়োজন, যার দায়িত্ব পালনে সর্বোচ্চ শক্তি রয়েছে এবং যিনি সুস্থ।’ তার এমন কথার পরিপ্রেক্ষিতে চারদিকে আলোচনা ওঠেছে তাহলে কি আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কাতার বিশ্বকাপ জয়ের কুশীলব।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস আরও এক ধাপ এগিয়ে। তারা বলছে, দলের সব কোচিং স্টাফদের সঙ্গে শেষ ছবি তুলে রেখেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। কিন্তু প্রশ্ন, কী কারণে আর্জেন্টাইন কোচের এই সিদ্ধান্ত।

গত বছরের ডিসেম্বরে তার কলাকৌশল, বুদ্ধি-পরামর্শে কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এতে দেশটির ইতিহাসের অন্যতম সেরা একজন হয়ে থাকবেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দূর্গে তাদের হারানোর পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি।

এ নিয়ে অসংখ খবর প্রকাশ করেছে ওলে, টিওয়াইসি স্পোর্টসসহ আরও বেশ কয়েকটি আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যম। তাদের বেশির ভাগের দাবি, নানা কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ক্লদিও তাপিয়ার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না স্কালোনির। মূলত, এই কারণে থাকতে যাচ্ছে না প্রধান কোচের দায়িত্বে।

গণমাধ্যমগুলোর দাবি, মূলত সব ক্ষেত্রে খবরদারি করছেন তাপিয়া। যা আগে ছিল না। আর পরিকল্পনা সাজাতে সহজ হতো স্কালোনির। কিন্তু বিশ্বকাপ জয়ের পর সব আলো যখন লিওনেল মেসি এবং কোচিং স্টাফদের ওপর পরে, তখন লাইমলাইটে আসতে কোচদের কাজে হস্তক্ষেপ শুরু করেন তাপিয়া। এমনকি কোচদের বেতন-ভাতা বাড়ানোর কথা থাকলেও, এর কিছুই করেননি।

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে স্কালোনির সঙ্গে তর্কে জড়ান তাপিয়া। হারের দায় কোচের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেন ফেডারেশনের প্রধান।

আর্জেন্টিনার ফুটবলপ্রধান বোধ হয় অতীতটা ভুলে গেছেন। নাকি ইচ্ছে করে সুর বদলে দিয়েছেন। কারণ দলের জন্য স্কালোনি কী করেন তা, এত দ্রুত ভোলার কথা নয় ক্লদিও তাপিয়ার।

২০০৪ থেকে ২০১৮, এই ১৪ বছরে সর্বমোট আট জন কোচ বদলেছে আর্জেন্টিনা। আর স্কালোনি ৫ বছর ধরে সামলাচ্ছেন আলবিসেলিস্তেদের দায়িত্ব। কিন্তু কদিন আর তাকে দেখা যাবে এই ভূমিকায় সেটিই এখন বড় প্রশ্ন।

আগামী বছর জুনে বসবে কোপা আমেরিকার আসর। বিশ্বকাপ বাছাইয়ের সপ্তম রাউন্ডের ম্যাচ আরও পরে, সেপ্টেম্বরে। ততদিন কি থাকবেন স্কালোনি, এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir