দীর্ঘদিনের ব্যস্ত ক্যারিয়ারের খারাপ সময়কে পেছনে ফেলে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন রণবীর সিং। কোভিড-পরবর্তী একের পর এক ব্যর্থতার পর আদিত্য ধর পরিচালিত তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ১৩ দিনেই ভেঙে ফেলেছে একাধিক বক্স অফিস রেকর্ড।
৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে ভারতে ৪৩৭.২৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৬৭৪.৫০ কোটি রুপি আয় করেছে। এর মধ্য দিয়ে ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর ৬৫০ কোটি রুপির বিশ্বব্যাপী ব্যবসার রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’।
দেশীয় বক্স অফিসে প্রথম সপ্তাহে ছবিটি আয় করে ২০৭.২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই অঙ্ক আরও বেড়ে দাঁড়ায় ২৩০ কোটি রুপিতে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই হাজার কোটি ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকিং সংস্থা ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’ অবস্থান করছে ‘অ্যানিম্যাল’-এর ঠিক পরেই। উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বিশ্বব্যাপী আয় করেছিল ৯১৫ কোটি রুপি—এবার সেই রেকর্ড ছোঁয়ার দৌড়ে রয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।
কোভিড পরবর্তী সময়ে ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’-এর মতো ছবির ব্যর্থতার পর ‘ধুরন্ধর’ প্রমাণ করে দিয়েছে রণবীর সিংয়ের তারকাখ্যাতি ও বক্স অফিস ক্ষমতা এখনো অটুট। এখন দর্শকদের অপেক্ষা শুধু একটাই—হাজার কোটির ঐতিহাসিক সাফল্য।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)